ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে সভা ও মিলাদ


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৯ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভায় ফজিলাতুন্নেছার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বাংলার ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের সহধর্মিনীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রীও।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন বছরের পর বছর। তার অবর্তমানে  দলকে সংগঠিত করতে সহায়তা করা ও আন্দোলন পরিচালনায় পরামর্শ দেওয়াসহ প্রতিটি কাজে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন` উল্লেখ করে বক্তারা বলেন, ফজিলাতুন্নেছা ছায়ার মত অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন তিনি।

আলোচনা সভা ও  মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাবেরা খাতুন, সাধারণ সম্পাদিকা পিনু খান, সাবেক সাধারণ সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দ্রিরা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম প্রমুখ।

আএসএস/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।