কাবাডিতে শ্রীলংকাকে হারাতেই ঘাম ঝরলো বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২১ আগস্ট ২০১৮

এক সময় কাবাডিতে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ছিল ভারত। এখন অনেক দেশই কঠিন প্রতিপক্ষ। যে কারণে, গত দুই এশিয়ান গেমস থেকে শূন্য হাতেই ফিরেছে কাবাডি দল।

বাংলাদেশ কখনই ভারতের জন্য হুমকি হতে পারেনি কাবাডিতে। পড়শি দেশটির কাছে হারটাকে নিয়তি ধরেই এগিয়ে চলছিল বাংলাদেশ।

বাংলাদেশ পেছাতে থাকলেও কাবাডিতে শক্তিধর হয়ে উঠছে অনেক দেশই। এই যেমন এশিয়ান গেমসে ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। ২০১৪ সালে ঘরের মাঠের এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ জিতলেও তারা যে এবার স্বর্ণের লড়াই করবে তা প্রমাণ করেছে ভারতকে হারিয়ে।

দক্ষিণ কোরিয়া, ইরান ও পাকিস্তান এগুচ্ছে, আর পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে এখন শ্রীলংকার মতো দলই কঠিন প্রতিপক্ষ।

মঙ্গলবার (২১ আগস্ট) নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ ঘাম ঝরিয়ে জিতেছে ২৯-২৫ পয়েন্টে।

গত দুই আসরে ব্রোঞ্জ পাওয়া নারী কাবাডি দল তিন ম্যাচের তিনটিতেই হেরে এখন ঘরে ফেরার অপেক্ষায়। মেয়েদের মতো ছেলেরাও যে শূন্য হাতে ফিরবে তা প্রায় নিশ্চিত। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ জাকির-মাসুদদের।

বুধবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যে দক্ষিণ কোরিয়া ভারতকে হারিয়ে দিয়েছে ২৪-২৩ পয়েন্টে সেই দলটিকে হারানোর সাহস কিভাবে করবে বাংলাদেশ?

আরআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।