কাবাডিতে নারীরা হারলেও জিতেছে পুরুষ দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২০ আগস্ট ২০১৮

এশিয়ান গেমস কাবাডির প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ নারী ও পুরুষ দুই দলই। রোববার নিজেদের ব্রোঞ্জ পদক ধরে রাখার মিশনে চাইনিজ তাইপের কাছে ৪৩-২৮ ব্যবধানে হেরেছিল নারী দল। আর অনুমিতভাবেই ভারতের কাছে ৫০-২১ ব্যবধানে ধরাশায়ী হয়েছিল পুরুষ দল।

শিরোপা ধরে রাখতে সোমবার ইরানের বিপক্ষে জিততেই হতো নারী দলকে। কিন্তু পারেনি আব্দুল জলিলের। উল্টো ম্যাচের মধ্যে খেই হারিয়ে ৪৭-১৯ ব্যবধানে নাস্তানাবুদ হয়ে পদকের সম্ভাবনা শেষ হয়ে গেছে নারী কাবাডি দলের।

অন্যদিকে সোমবার জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩৪-২২ ব্যবধানে জিতেছে তারা। গ্রুপে কাবাডি দলের পরের দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।