জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ


প্রকাশিত: ১০:৪০ পিএম, ০৮ আগস্ট ২০১৫

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ। ২০১০ সাল থেকে প্রতিবছর জাতীয়ভাবে পালিত হয়ে আসছে দিবসটি। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারে জনগণকে সচেতন করে তুলতে প্রতি বছরের মতো এবারো যথাযথভাবে দিবসটি পালন করা হবে। দিবসটি উপলক্ষে জ্বালানি বিভাগ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মূল্যবান এই সম্পদের অপচয় রোধে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। গত সাড়ে ছয় বছরে নতুন নতুন কূপ খননসহ গ্যাস সেক্টরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্যাস উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সালের জানুয়ারিতে দৈনিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল এক হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট- যা বর্তমানে দুই হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৭৫ সালের ৯ আগস্ট ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েলের কাছ থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। তার দূরদর্শী সিদ্ধান্ত জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ও সুুদূরপ্রসারী প্রভাব ফেলে।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশজ প্রাকৃতিক গ্যাস ও কয়লার ব্যবহারের পাশাপাশি এলএনজি আমদানি করে গ্যাসের ঘাটতি পূরণ, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন, তেল পরিবহন ও খালাসে সাশ্রয়ী সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ইতিমধ্যে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রবিরোধ নিষ্পত্তির মাধ্যমে বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র এলাকায় ব্যাপকভিত্তিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছি।

জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করে তিনি জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।