শাহজালালে ৫ স্বর্ণের বার ও ১১ লক্ষাধিক টাকাসহ আটক ১


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৮ আগস্ট ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে ৫টি স্বর্ণের বার ও ১১ লাখ ৭৭ হাজার টাকাসহ মো. খালেকুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্ম পুলিশ (এপিবিএন)।

শনিবার দুপুর ২টার দিকে বিমানবন্দরের ক্যানোপি ১ এলাকায় তল্লাশিকালে স্বর্ণ ও টাকাসহ ধরা পড়েন তিনি। আটক খালেকুজ্জামানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-এর সহকারী কমিশনার (এএসপি) তানজীনা আক্তার।

তিনি জানান, আটক খালেকুজ্জামান আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি স্বর্ণ রিসিভ করতে এখানে এসেছিলেন। ফিরে যাওয়ার পথে এপিবিএন সদস্যদের তল্লাশিতে ক্যানোপি ১ এলাকায় ৬০০ গ্রাম ওজনের মোট ৫টি স্বর্ণের বার ও ১১ লাখ ৭৭ হাজার টাকাসহ ধরা পড়েন তিনি।

এঘটনায় বিমানবন্দর থানায় আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি তানজীনা আক্তার।

জেইউ/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।