এশীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ ব্যাংক


প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৪ অক্টোবর ২০১৪

আর্থিক অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সংস্থা এলায়েন্স ফর ফাইনান্সিয়্যাল ইনক্লুশন (এএফআই) এর এশীয় অঞ্চলের প্রতিনিধির দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংক।

ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত সংস্থাটির গ্লোবাল পলিসি ফোরামের সভায় বাংলাদেশ ব্যাংক স্টিয়ারিং কমিটির সদস্য হিসাবে মনোনীত হওয়ায় এ দায়িত্ব পালন করবে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশে বাংলাদেশ স্টিয়ারিং কমিটির সদস্যপদ লাভ করে।

প্রসঙ্গত, এ বছর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের দ্রুত সম্প্রসারণ ও কার্যকরী নীতি নির্ধারণে ব্যাপক অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক সংস্থাটির পক্ষ থেকে এই পুরস্কার পায় । নীতিমালা নির্ধারণ এবং দ্রুত বাস্তবায়নের জন্য পলিসি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করছে পৌনে দুই কোটিরও বেশি মানুষ। প্রতিমাসেই এ সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, মোবাইল ব্যাংকিংয়ে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে কেনিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।