সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল : সফল আয়োজনে সহযোগিতা কামনা


প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৭ আগস্ট ২০১৫

রোববার থেকে সিলেটে অনুষ্ঠিতব্য সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ সফলের লক্ষ্যে সকলের সহযোগিতা চেয়েছে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সহযোগিতা চান এসডিএফ’র সভাপতি এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৬টি দেশের অংশগ্রহণে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি ৯ আগস্ট রোববার বিকাল ৪টায় একঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেল ৫টায় ভারত ও শ্রীলংকা উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

ডিএফএ সভাপতি বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত করতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু দক্ষ মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো উপযোগি করে তোলা হয়েছে।’

সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের তথা বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিশ্বের দরবারে আরো সমুজ্জ্বল করে তোলা সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মাহি উদ্দিন সেলিম। তবে এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।

নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ এবং বঙ্গবন্ধু কাপের পর তৃতীয়বারের মতো সিলেটে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাহি উদ্দিন সেলিম জানান, সিলেট জেলা স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা প্রায় ২০ হাজার। এ সংখ্যা মাথায় রেখেই টিকেট ছাড়া হবে। তিনি জানান, সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ বিটিভি সরাসরি দেখাবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটিও বিটিভি দেখাবে।

সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এ টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, জেলা ক্রীড়া সংস্থা’র সাবেক সহ-সভাপতি এমএ সাত্তার ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।