এশিয়ান গেমসের পর্দা নামছে শনিবার
বহু প্রতিক্ষার পর শনিবার পর্দা নামছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ইনচনের এশিয়াড স্টেডিয়ামে শুরু হবে সমাপনী অনুষ্ঠান।
সমাপনী দিনেও ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া। সমাপনি অনুষ্ঠানে মাতাবেন দক্ষিণ কোরিয়ার গ্যাংনাম স্টার তারকা ডিজে সাঁইসহ দক্ষিণ কোরিয়ার শীর্ষ সঙ্গীত শিল্পীরা।
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে অংশ নিয়েছে এশিয়ার ৪৫টি দেশের প্রায় ৯ হাজার ক্রীড়াবিদ। ৩৬টি ডিসিপ্লিনিতে ৪৩৯টি ইভেন্টের পদকের লড়াই হয়ছে।
এবারের গেমসে মহিলা ক্রিকেট দলের রৌপ্য ও পুরুষ ক্রিকেট দলের ব্রোঞ্জপদক অর্জন ছাড়া বিশেষ কোন কৃতিত্ব নেই। সর্বশেষ ২০১০ সালে চীনের গুয়াংজুতে ষোড়শ এশিয়ান গেমসের আসর অনুষ্ঠিত হয় ।
এই আসরেই ৪২টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ ১৬টি ইভেন্টে দলগত ও ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণ করে।
এশিয়ান গেমসের ইতিহাসে সর্বপ্রথম দলগত ইভেন্ট হিসেবে ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল স্বর্ণপদক, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল রৌপ্যপদক এবং বাংলাদেশ জাতীয় মহিলা কাবাডি দল ব্রোঞ্জপদক লাভ করে।
আরো উল্লেখ্য, এশিয়া থেকে আইসিসি’র ৩ পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাসহ ২০১০ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেটে অংশগ্রহণকারী আফগানিস্তান দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলে।