স্পেশাল অলিম্পিকে প্রয়াসের শিক্ষার্থীদের সাফল্য


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ আগস্ট ২০১৫

বাংলাদেশ সোনাবাহিনী পরিচালিত প্রয়াস স্কুলের শিক্ষার্থীরা লসঅ্যাঞ্জেলস-এ অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

বাংলাদেশের প্রতিযোগী প্রয়াসের শিক্ষার্থী উর্মী এবং নাইম টেবিল টেনিসে ২টি স্বর্ণ ও ২টি রৌপ্য এবং সুইটি লং জাম্পে ১টি স্বর্ণ ও ১০০ মিটার দৌঁড়ে ১টি রৌপ্যপদক লাভ করেন। এ ছাড়া রাসেল বাংলাদেশ ফুটবল দলের অংশ হিসেবে ১টি রৌপ্যপদক লাভ করে।

উল্লেখ্য, গত ২০১৩ সালে অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক গেমসে প্রয়াসের শিক্ষার্থীরা ৭টি স্বর্ণ এবং ১টি রৌপ্যপদক জয় করেছিল।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।