জাবির অ্যাকাউন্টিং বিভাগে কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)`র বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ‘Workshop on Self-Assessment Program’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির সঙ্গে শিক্ষকদের আত্মসমালোচনা জরুরি। আত্মসমালোচনা নিজের মান বৃদ্ধিতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অনুষদ ডিন অধ্যাপক ড. আমির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহেদুর রশিদ ও অধ্যাপক ড. তপন কুমার সাহা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সভাপতি জনাব প্রবাল দত্ত।
হাফিজুর রহমান/আরএস/এমআরআই