রিয়ালকে হারিয়ে শিরোপা বায়ার্নের


প্রকাশিত: ০২:৫০ এএম, ০৬ আগস্ট ২০১৫

রিয়াল মাদ্রিদকে হারিয়ে অডি কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। রবার্ট লেওনডেস্কির দেয়া শেষ মুহূর্তের গোলে শিরোপা উল্লাসে মেতে ওঠে বাভারিয়ানরা।

বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে খেলতে নামে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান দৈত্য বায়ার্ন মিউনিখ। ম্যাচের একমাত্র গোলটি করেন রবার্ট লেওনডেস্কি। ৮৮তম মিনিটে করা ডগলাস কস্তার ফ্রি কিক থেকে পাওয়া বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন এই স্ট্রাইকার।

ইনজুরির কারণে গত ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, ও করিম বেনজেমা। এইদিন তাদের সঙ্গে যোগ দেন গ্যারেথ বেল। সেরা তিন তারকা ছাড়া খেলতে নামা রিয়াল শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে। তবে প্রতিপক্ষকে নিজেদের মাঠে চেপে ধরলেও গোলের দেখা পায় ম্যাচ শেষ হবার দুই মিনিট আগে।

এরআগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টটেনহ্যামের নেসার চাদলি এবং থমাস ক্যারলের গোলে ২-০ গোলে হারায় চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল এসি মিলানকে।

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।