ফ্রান্সে বিজয় উল্লাস, শামিল প্রবাসী বাংলাদেশিরাও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৬ জুলাই ২০১৮

২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফাইনালের শিরোপা জয়ের পর উৎসবের নগরীতে রূপ নিয়েছে ফ্রান্সের অলিগলি। উৎসবে শামিল হয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

১৪ জুলাই ছিল ফ্রান্সের স্বাধীনতা দিবস। এর ঠিক পরের দিনই বিশ্বকাপ জিতলো ফরাসিরা। কিলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যানের মতো তরুণ তুর্কিদের চোখ ধাঁধানো নৈপুন্যে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছে তারা। প্রথমবার ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন জিনেদিন জিদান।

ফ্রান্স থেকে ফয়সাল আহাম্মেদ দ্বীপ বলেন, ‘ফ্রান্সের ফুটবল বরপুত্র জিনেদিন জিদানের দেখানো পথেই হাঁটলো তারুণ্য নির্ভর দলটি। যেন এক উৎসবের নগরীতে রূপ নিয়েছে ফ্রান্স। রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি। আগের দিনের স্বাধীনতা দিবসের উৎসব আর আজকে বিশ্বকাপ জয়; প্রবাসীরাও শামিল হয়েছেন উৎসব আনন্দে।’

ফাইনালে উঠার পর থেকেই তৈরি ছিলো মঞ্চ, ছিলো সব কিছু সাজানো। শুধু অপেক্ষা ছিল শিরোপা হাতে পাওয়ার। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেছেন লাখো মানুষ, সাক্ষী হয়েছেন নতুন ইতিহাসের। এরপর রাত-ভর আনন্দ উৎসব।

এমএমআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।