মানজুকিচের হাসি, মানজুকিচের কান্না

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ এএম, ১৬ জুলাই ২০১৮

বিশ্বকাপ ফাইনালে মতো বড় মঞ্চে গোল করলেন, কমালেন প্রতিপক্ষের সাথে ব্যবধান। তবু হাসি ফুটলো না ক্রোয়েশিয়ার তারকা স্ট্রাইকার মারিও মানজুকিচের মুখে। অবশ্য হাসবেনই বা কিভাবে! তার আত্মঘাতী গোলেই যে ম্যাচে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া।

ম্যাচের ১৮ মিনিটে আন্তোনিও গ্রিজম্যানের ফ্রিকিকে বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন মানজুকিচ। পরে দ্বিতীয়ার্ধে আবার ৬৯ মিনিটে এই মানজুকিচই করেন ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোলটি। জড়িয়ে যান হাসিতে, জড়িয়ে যান কান্নায়ও।

বিশ্বকাপের একই ম্যাচে আত্মঘাতী গোল ও দলের গোল করে বিরল কীর্তিতে নাম লিখিয়েছেন মানজুকিচ। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচ আত্মঘাতী গোল ও দলের পক্ষে গোল করলেন তিনি। এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে ইতালির বিপক্ষে নেদারল্যান্ডসের আর্নি ব্রান্ডটস এই কীর্তি গড়েছিলেন।

এছাড়া বিশ্বের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনাল ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন মানজুকিচ। এর আগে ফেরেঙ্ক পুসকাস, জ্বলতান জিবর, গার্ড মুলার ও জিনেদিন জিদান করেছিলেন এই কীর্তি।

এসএএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।