পেলের আরেকটি রেকর্ডে ভাগ বসালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পিএম, ১৫ জুলাই ২০১৮

এবারের বিশ্বকাপের ‘বিস্ময় বালক’ খেতাবটা কাইলিয়ান এমবাপের গায়ে পাকাপোক্তভাবেই সেটে দেয়া যায়। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলা এমবাপে, ফাইনালেও বজায় রাখলেন এই ধারা। করলেন এক গোল, বসলেন ৬০ বছর পুরনো এক রেকর্ডে।

ম্যাচের ৬৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোল করে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপে নিজের চতুর্থ গোল করেন এমবাপে। এই গোলের সাথে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে কোন ‘টিনএজার’ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন এমবাপে।

এর আগে ১৯৫৮ সালের ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। ৬০ বছর পেলে নিজের পাশে পেলেন ফ্রান্সের বিস্ময় বালককে।

এর আগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। সেই ম্যাচেও পেলের ৬০ বছরের পুরনো এক রেকর্ড নিজের করে নেন এমবাপে। সেই রেকর্ডটি হল ‘টিনএজার’ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জোড়া গোল করার রেকর্ড।

এসএএস/আরএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।