হামলার শিকার ওয়াসিম আকরাম


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৫ আগস্ট ২০১৫

করাচিতে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এর গাড়িতে বন্দুক হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে প্রাণে বেঁচে গেছেন ওয়াসিম আকরাম। এ হামলার ফলে আবারো হুমকির মুখে পাকিস্তান ক্রিকেট। বুধবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে যাওয়ার পথে এই হামলার শিকার হন পাকিস্তানের কিংবদন্তী এই ক্রিকেটার।

এ সম্পর্কে করাচি পুলিশ জানায়, দুই পক্ষের গোলাগুলির সময় দুর্ভাগ্যজনকভাবে গুলি এসে ওয়াসিম আকরামের গাড়িতে লাগে। তবে তাদের লক্ষ্যবস্তু ওয়াসিম আকরাম ছিলেন না।

এদিকে ওয়াসিম আকরাম বলেন, ট্রাফিক সিগনালে থাকার সময় একটি গাড়ি এসে আমার গাড়িকে ধাক্কা দেয়। পরে গাড়িটি থেকে একদল দুর্বৃত্ত বেরিয়ে এসে আমার গাড়িতে গুলি করে।

উল্লেখ্য, পাকিস্তান দলের জন্য বিশ্বের সেরা ১২ পেসারকে তৈরি করার দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যই করাচি ন্যাশনাল স্টেডিয়ামে যাচ্ছিলেন তিনি।

এমআর/এসএই্চএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।