গাদ্দাফির ছেলেকে নির্যাতনের ভিডিও খতিয়ে দেখবে লিবিয়া


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৫ আগস্ট ২০১৫

লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিসহ অন্যান্য বন্দীরা কারাগারে নির্যাতিত হয়েছেন কিনা তা নিয়ে প্রকাশিত একটি ভিডিও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

ভিডিওতে দেখা যায়, সাদি গাদ্দাফির পায়ে কারারক্ষীরা মারধর করছে। এসময় তাকে চিৎকার করতেও দেখা গেছে।

ত্রিপোলির সরকারি আইনজীবী ওই ভিডিওটির তদন্ত করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ভিডিওতে যাদেরকে প্রহার করতে দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

গত সপ্তাহে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গাদ্দাফির আরেক ছেলে সাইফ-আল-ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।