বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন
`ক্যারি অন সিস্টেম` বাতিলের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে তারা ক্লাস বর্জন, অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর আগে একই দাবিতে মঙ্গলবারও তারা ক্লাস বর্জন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, অনেক আগে থেকেই মেডিকেল কলেজে ক্যারি-অন পদ্ধতি চালু ছিল। হঠাৎ করে ২০১২ সাল থেকে ক্যারি-অন পদ্ধতি বাতিল করা হয়। এতে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই শিক্ষা জীবনের অনিশ্চয়তা না কাটা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। মূলত ৪৫ ও ৪৬ দুটি ব্যাচ আন্দোলন করলেও মেডিকেল কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে বলে তারা দাবি করেন।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. এস এম সারোয়ার জানান, ক্যারি-অন পদ্ধতি পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে কলেজ কর্তৃপক্ষ জানালেও তারা ক্লাস বর্জনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেনি।
এ শিক্ষা কারিকুলাম মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়। এখানে কলেজ কর্তৃপক্ষের কিছুই করার নেই বলেও জানান তিনি।
সাইফ আমীন/এআরএ/এমআরআই