গাজীপুরে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৫ আগস্ট ২০১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়া স্কুলছাত্র ইমন আহম্মেদের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর তাকে গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকা থেকে তার মরদেহ বুধবার সকাল ৭টার দিকে উদ্ধার হয়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের স্বজনরা মরদেহটি উদ্ধার করে।

নিহত ইমনের চাচাতো ভাই ওবায়দুল হক জাগো নিউজকে জানান, সোমবার সকালে কালিয়াকৈরের সুরিচালা এলাকা থেকে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে নৌকা ভ্রমণে যান ইমন আহম্মেদ। শ্যালো নৌকাটি তুরাগ নদীর গলাচিপা এলাকায় পৌঁছলে ইমন হঠাৎ নৌকা থেকে নদীর পানিতে পড়ে তলিয়ে যান। ইমনকে তার বন্ধুরা নদীর পানিতে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুপুর পর্যন্ত ইমনকে নদীর পানিতে খুঁজে ব্যর্থ হন।

পরে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ তুরাগ নদীতে টানা দুইদিন উদ্ধার অভিযান চালালেও ইমনকে উদ্ধার করতে পারেননি।

নিহত ইমন আহম্মেদ কালিয়াকৈরের সুরিচালা এলাকার দারগ আলীর ছেলে। সে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।