দ্বিতীয় প্রান্তিকে সিএমসি কামালের আয় ৪১ পয়সা


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৫ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমেটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৪১ পয়সা। যা আগের বছরের তুলনায় এক পয়সা বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ১৫- জুন ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

প্রসঙ্গত, হিসাব বছরের অর্ধবার্ষিকীতে(জানুয়ারি ১৫ থেকে জুন ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৭৫ পয়সা। যা আগের বছরের তুলনায় ছয় পয়সা বেশি। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৯ পয়সা।

এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ দাঁড়িয়েছে ৯৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৮৩ পয়সা। আর চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ১৯ টাকা ৬২ পয়সা।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।