বার্সেলোনার অধিনায়ক ইনিয়েস্তা


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৫ আগস্ট ২০১৫

এখন থেকে আর ভারপ্রাপ্ত নন, আনুষ্ঠানিকভাবেই বার্সেলোনার অধিনায়কত্ব করবেন ইনিয়েস্তা। ২০১৫- ১৬ মৌসুম পর্যন্ত কাতালানের দায়িত্বে থাকবেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

বুধবার রোমার বিপক্ষে বার্সার প্রীতি ম্যাচেই আনুষ্ঠানিক দায়িত্বের প্রথম আর্মব্যান্ড পরবেন ইনিয়েস্তা। ২০০২ সালে কাতালানদের হয়ে অভিষেক হয়ে, ৬০৩ ম্যাচে ৫৮টি গোল করেছেন এই মিডফিল্ডার।

সাধারণত ক্লাব ফুটবলে অধিনায়ক নির্ধারণ করেন কোচ-ম্যানেজাররা। বার্সেলোনায় এর ব্যতিক্রম। মূল দলের খেলোয়াড়রাই ভোট দিয়ে অধিনায়ক এবং তার সহকারীদের নির্বাচিত করেন। ইনিয়েস্তার পর দ্বিতীয় অধিনায়কের জন্য এবার ভোট পেয়েছেন লিওনেল মেসি। ইনিয়েস্তা ছিলেন দুইয়ে, মেসি তিনে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।