ইউএনও’র বদলিতে খানসামাবাসীর মিষ্টি বিতরণ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৪ আগস্ট ২০১৫

দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলমের বদলির সংবাদে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছেন এলাকাবাসী। তাকে সোমবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় বদলি করা হয়। দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ এনে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তার বদলির জন্য মানববন্ধনসহ আন্দোলন করে আসছিলো।

আন্দোলনের নেত্রী আহেদা বেগম জানান, খানসামার সাধারণ মানুষের প্রত্যাশা ছিল উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম সরকারের দেয়া দায়িত্বগুলো নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কিন্তু তিনি তানা করে প্রকল্পে দুর্নীতি, ঘুষ বাণিজ্যসহ দুর্নীতির অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ২০১৩-১৪ অর্থবছরে সুবর্ণখুলী বা বাসুলী আশ্রয়ন প্রকল্প গম কেলেঙ্কারি ও আদিবাসীর ৬০টি ভ্যান ক্রয় এবং বিতরণ নিয়ে দুর্নীতি। উপজেলা কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্থানীয় জনগণের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন তিনি। তার বদলিতে খানসামা উপজেলার সাধারণ মানুষ মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উল্লাস করেছেন।   

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।