সিরিজ জিতলো বাংলাদেশ `এ` দল


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ০২ অক্টোবর ২০১৪

সফররত জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটাতে লড়াই করেও হেরে যায় সৌম্য-সানীরা। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। বুধবার শেষ ওয়ানডেতে ৩১ রানের দাপুটে জয় তুলে নেয়ার পাশাপাশি সিরিজও জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৯ রানের বেশি তুলতে পারেনি যুবারা। দলের পক্ষে উল্লেখযোগ্য ইনিংস খেলেন মার্শাল আইয়্যুব ও লিটন কুমার। মার্শাল ৫৭ রান করেন। তার এই ইনিংসে ৬টি চারের মার ছিল। লিটন কুমার ৪১ বলে ৪৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন। তার এই ইনিংসে ৮টি চারের মার ছিল। এ ছাড়া ফরহাদ রেজা ৩২ ও মোসাদ্দেক হোসেন ২৫ রান করেন।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে তাউরাই মাজারাবানি ৪টি ও কামুনগোজি ২টি উইকেট নেন। ২৪০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০২ রান তুলতেই প্রথম সারির ৫ জন ব্যাটসম্যানকে হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপর অবশ্য জয়ের লক্ষ্যটা কঠিন হয়ে দাঁড়ায় তাদের সামনে। শেষ দিকে এসে লুক জংওয়ে লড়াই করলেও সেটা সফলতার মুখ দেখেনি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রানেই শেষ হয় জিম্বাবুয়ের যুবাদের ইনিংস। ফলে বাংলাদেশ জয় পায় ৩১ রানে। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে ম্যাকলম ওয়ালার ৫২ রান করেন। এ ছাড়া ভুসিমুজি সিবান্দা ৩৭ ও লুক জংওয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।