আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যুবক অপহরণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে মোফাজ্জল হোসেন চুন্নু (৩৫) নামে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে ফতুল্লার লামাপাড়া নয়ামাটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে বুলু (২৮) ও পিয়ার আলী নামে দুইজনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এদিকে একই এলাকার আব্দুর রশিদ মিঠুন গ্রুপের সঙ্গে প্রভাব বিস্তার ও ড্রেজার ব্যবসা নিয়ে চুন্নুর বিরোধ রয়েছে। তারই সূত্র ধরে অপহরণের ঘটনার সঙ্গে মিঠুনসহ তার বাহিনীর সদস্য জড়িত রয়েছে এমন অভিযোগে চুন্নুর ছোট ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
চুন্নুর স্ত্রী হাসিনা বেগম জাগো নিউজকে জানান, এলাকায় এককভাবে প্রভাব বিস্তার করতে ফতুল্লার পূর্ব লামাপাড়ার মৃত আম্বর আলীর ছেলে মিঠুনসহ অন্যদের সঙ্গে তার স্বামী চুন্নুর বিরোধ চলে আসছিল। এমনকি তাদের মধ্যে ড্রেজার ব্যবসা নিয়েও বিরোধ সৃষ্টি হয়। তারই সূত্র ধরে মিঠুন আইনশৃঙ্খলা বাহিনী কিংবা কোনো সন্ত্রাসী বাহিনী দিয়ে চুন্নুকে অপহরণ করিয়েছে।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চুন্নুকে বাড়ি থেকে যারা তুলে নিয়েছে তাদের গাড়ির সামনে মিঠুনকে দেখা গেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত চৌধুরী জাগো নিউজকে জানান, চুন্নুকে অপহরণ করেছে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তার ভাই। চুন্নুকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় খবর পাঠনো হয়েছে। আর পরিবারের অভিযোগের ভিত্তিতে মিঠুনের ভাই বুলুসহ দুইজনকে আটক করা হয়েছে।
মো. শাহাদাৎ হোসেন/এসএস/পিআর