পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পান্থছিলা কাসাইখানা এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এসময় একটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, একটি কিরিস ও একটি দামা উদ্ধার করা হয়।
জেলা সহকারি পুলিশ সুপার (সীতকুণ্ড মডেল থানা) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, মহাসড়কের পৌরসভার পান্থছিলা এলাকায় ১০-১২ জনের ডাকাত দল যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুইজনকে গুলিবিদ্ধ ও একজনকে আহত অবস্থায় আটক করা হয়।
এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সেখান থেকে একটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ, একটি কিরিস ও একটি দামা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ আহত ডাকাতরা হলেন, কবির হোসেন (২৫), নুরুন নবী (২২) ও জাকের হোসেন (২৪)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমজেড/এমএস