বিদায়ের জন্য দায়িত্বহীনতাকেই দুষছেন নয়্যার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৮ জুন ২০১৮

দক্ষিণ কোরিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ তে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শেষ ষোলতে পৌঁছতে জার্মানির সামনে সমীকরণ ছিল কোরিয়ার বিপক্ষে জিতলেই পরের রাউন্ডে চলে যাবে।

তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষকে হারানো তো পরের কথা। এশিয়ানদের কাছে লজ্জাজনক পরাজয় বরন করে নেয় ইউরোপিয়ান জায়ান্টরা। সাথে সাথে কাঁটা পড়তে হল গ্রুপ পর্বেই। তবে কিছুতেই যেন নিজেদের এই ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না জার্মান দলীয় অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। তবে তার মতে, একমাত্র দায়িত্বহীনতার কারণেই তাদের এই পরাজয়, এতো দ্রুত বিদায়।

ম্যাচ শেষে বিষণ্ণ নয়্যার জানান, ‘আমরা জানি না কেন এরকম হল। ম্যাচে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল। আমরা অনেক শক্তিশালী ছিলাম বটে তবে আমরা দলগতভাবে ভুল ছিলাম। আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরও বিশ্লেষণ করতে হবে। তবে আমি পরিষ্কারভাবে বলতে পারি যে, আমরা পরবর্তী পর্বে যাওয়ার জন্য যোগ্য ছিলাম না। এই তিন ম্যাচের এক ম্যাচেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মাঠে খেলতে পারিনি।’

কালকের হারকেই এখন পর্যন্ত জার্মান ইতিহাসের সবচেয়ে বড় ট্রেজেডি হিসেবে ধরা হচ্ছে। কাজানের এই হারকে আখ্যায়িত করা হচ্ছে ‘কাজান ট্রেজেডি’ নামে। তবে পুরো বিশ্বকাপ নিয়েই নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নয়্যার বলেন, ‘যদি আপনি ম্যাচের ৯৫ মিনিটে গোল দিয়ে সুইডেনের বিপক্ষে জেতেন, বাকি দু’ম্যাচে আপনি গোল করার কোন সুযোগ তৈরি করতে পারলেন না, আপনার প্রতিপক্ষর উপর কোন চাপ তৈরি করতে পারলেন না। সুতরাং আপনার পরবর্তী পর্বে যাওয়ার যোগ্যতাও নেই।’

এসএস/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।