র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৪ আগস্ট ২০১৫

প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হওয়ায় লাভই হয়েছে বাংলাদেশ ও টাইগার অধিনায়ক মুশফিকের। টাইগার অধিনায়কের র‌্যাঙ্কিংয়ে উন্নতির সাথে সাথে বাংলাদেশেরও র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে।

র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠে এসেছেন ঢাকা টেস্টে ৬৫ রান করা মুশফিক। এই ইনিংসের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও এগিয়েছেন মুমিনুল হক (২৫) ও নাসির হোসেন (৬৪)। দুই জনই দুই ধাপ করে এগিয়েছেন। আর এক ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন ইমরুল কায়েস। তবে এক ধাপ করে পিছিয়েছেন তামিম ইকবাল (২৭) ও মাহমুদউল্লাহ (৫০)।

আর টেস্টের সেরা দলের বিপক্ষে সিরিজ ড্র হওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬ বেড়েছে। তবে তাতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ৪৭ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের নবম আছে মুশফিকের দল।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।