চাঙ্গাভাবে চলছে পুঁজিবাজারে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। এনিয়ে টানা চার কার্যদিবস ইতিবাচক ধারায় পুঁজিবাজার।
মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৮৮৯ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৭২টির দাম বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৮ লাখ টাকা।
এসআই/এআরএস/এমএস