চাঞ্চল্যকর মামলায় স্থান পেলো মানিক ও বালুর মামলা


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৩ আগস্ট ২০১৫

খুলনার প্রবীণ সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালু এবং দৈনিক সংবাদের খুলনা প্রতিনিধি মানিক সাহা হত্যা মামলা দুটি চাঞ্চল্যকর মামলার তালিকায় স্থান পেয়েছে। গত ২৭ জুলাই অনুষ্ঠিত চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক হত্যা মামলা দুটি চাঞ্চল্যকর মামলার তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড় এলাকায় নিজ পত্রিকা অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ুন কবির বালু। একই বছরের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক সাহা।

এদিকে সাংবাদিক বালু হত্যাকাণ্ডের অর্থযোগানদাতা, মদদদাতাদের বিচারের আওতায় এনে দ্রæত বিচার সম্পন্ন করার দাবিতে খুলনা ওয়ার্কিং জার্নালিষ্ট ইউনিটি গত ৬ মাস ধরে আন্দোলন করে আসছে।

আলমগীর হান্নান/এমজেড/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।