না.গঞ্জে নারী শ্রমিকদের শ্লীলতাহানির প্রতিবাদে সমাবেশ


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমার্কেটে রফতানিমুখী ওসমান গার্মেন্ট লিমিটেডের নারী শ্রমিকদের শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে সোমবার দুপুরে বিকেএমইএ এর নারায়ণগঞ্জস্থ কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন শ্রমিকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টির সুরহা না হলে মঙ্গলবার দুপুরের পর থেকে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন ৭৪টি শ্রমিক সংগঠনের নেতারা।

এদিকে নারী শ্রমিকদের শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে সোমবার দুপুরে কারখানার মালিক হাবিবুর রহমানকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২জনের বিরুদ্ধে কারখানার শ্রমিক আখি বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অন্য আসামিরা হলেন, কারখানার এডমিন ফারুক, ক্যাশিয়ার রাজু ও মালিকের ক্যাডার কাদির।   

অপরদিকে, সোমবার সকালে ওসমান গার্মেন্টের ভেতরে ভাঙচুরের অভিযোগ করেছেন মালিকপক্ষ। কিছু সংখ্যক শ্রমিক ফ্যাক্টরির ভেতরে তাণ্ডব চালিয়ে কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন বলে অভিযোগ মালিকপক্ষের। তবে ফ্যাক্টরির ভেতরে ভাঙচুরের ঘটনাকে নাটক আখ্যায়িত করে শ্রমিকরা দাবি করেছেন কারখানাটি অবৈধভাবে বন্ধ করার উদ্দেশ্যে মালিকপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

 
ওই গার্মেন্টের শ্রমিক হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, সকালে হঠাৎ করে ফায়ার এলার্ম বাজিয়ে শ্রমিকদের মধ্যে কৌতুহল সৃষ্টি করে। পরে শ্রমিকেরা দ্রুত নামতে গেলে মালিকপক্ষের লোকজন শ্রমিকদের মারধর করতে থাকেন। একপর্যায়ে মালিক পক্ষের লোকজন নিজেরা গার্মেন্টের ভেতরের মেশিন ও আসবাবপত্র  ভাঙচুর করনে। যা কিনা শ্রমিকদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে।

এদিকে, কারখানাটির মালিকের চক্রান্তের প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে ওই গার্মেন্টের শ্রমিকরা। এসময় তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন। পরে দুপুরে তারা বিকেএমইএ এর নারায়ণগঞ্জস্থ কার্যালয়ের নিচে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

দুপুরের পর শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স এর কার্যকরী সভাপতি কাউছার আহম্মেদ পলাশ।

ওসমান গামের্ন্টসের মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, নারী শ্রমিকদের  শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।