মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৩ আগস্ট ২০১৫

মহাসড়কে থ্রি হুইলার গাড়ি, অটোরিকশা ও অটোটেম্পু চলাচল করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা ডিজেলচালিত অটোরিকশা ও অটোটেম্পু মালিক গ্রুপের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে জেলা ডিজেলচালিত অটোরিকশা ও অটোটেম্পু মালিক গ্রুপের সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সহ-সভাপতি আকবর ফকির, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, যুগ্ম-সম্পাদক সাঈফ নাসির, ফিরোজ আহম্মেদ জুয়েল, দফতর সম্পাদক মো. ফরহাদ মোল্লাপ্রমুখ জেলার সকল অটোরিকশার মালিক চালক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা নদী ভাঙন কবলিত এলাকার লোকজন। আমরা কেউ কেউ জমি, স্বর্ণালংকারের মত জিনিসপত্র বিক্রি করে এসকল গাড়ি কিনেছি। মহাসড়কে আমাদের চলাচল করতে না দিলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। আমরা আজকের এ শান্তিপূর্ণ মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

রুবেলুর রহমান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।