বিশেষ উদ্দেশ্যে মামলা দ্রুত শেষ করার চেষ্টা চলছে
বিশেষ উদ্দেশ্যে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সোমবার দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে শুনানির পরবর্তী তারিখ ১০ আগস্ট নির্ধারণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহবুব বলেন, প্রধান বিচারপতি খালেদা জিয়ার দুই মামলা দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন। তার এরকম নির্দেশনায় বিশেষ উদ্দেশ্যে দেয়া হয়েছে।
তিনি বলেন, এই দুই মামলা ছাড়াও হাজার হাজার মামলা পড়ে আছে। অথচ সেগুলো নিয়ে কোন তাড়াহুড়া নেই।
খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট খালেদা জিয়ার ব্যাক্তিগত ট্রাস্ট। দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতার জন্য এই ফান্ড গঠন করা হয়েছে। যেখানে সরকারি কোন টাকা আত্মসাৎ করা হয়নি বলে বাদী স্বীকার করেছেন।
এখানে নগদ কোন অর্থ লেনদেন হয়নি দাবি করে প্রবীন এই আইনজীবী বলেন, ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী বিচারকাজ পরিচালনার কথা থাকলেও অন্যভাবে এই বিচার করা হচ্ছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ করা হয়েছে বলেও জানান তিনি।
এমএম/এসকেডি/পিআর