সেট হয়ে আউট : অপরাধ মুশফিকের চোখেও
আগের দিনই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন উইকেটে সেট হয়ে আউট হওয়া অপরাধ। এবার একই কথা বললেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
গত কয়েকটি ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তাদের রানকে বড় করতে পারছেন না। ৩০-৪০ করার পর আউট হয়ে যাচ্ছেন। যার প্রভাব পড়ছে দলের পারফর্মেন্সে। বড় সংগ্রহ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ দল। তাই এটাকে অপরাধ জানিয়ে মুশফিক বলেন, `টেস্ট ক্রিকেটে ৩০ – ৩৫ রান করে আউট হয়ে যাওয়া অবশ্যই অপরাধ। আমরা টেস্ট র্যাঙ্কিংয়ের নিচের সারির দল। প্রতিদিন আমাদের সামনে বড় দলের বিপক্ষে দারুণভাবে সেট হওয়ার সুযোগ আসবে না। সুতরাং যেদিনই সেট হবেন, সেদিন আপনার উচিত হবে যতোটা সম্ভব বড় স্কোর করা।`
প্রথমত নিজের জন্য তো বটেই, বড় স্কোর করলে সেটা দলের জন্যও কাজে লাগে। একশো বা তার বেশি রান টেস্ট জয়ের বা ড্র করার জন্য দারুণ কার্যকরী। সেটা করতে না পারলে কাজটা দলের জন্য অনেক কঠিন হয়ে যায়। সে দিক থেকে চিন্তা করলে এটা অবশ্যই একটা বড় অপরাধ এমনটা জানালেন মুশফিক। তবে এটা থেকে মুক্তির উপায় খুঁজছেন টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক বলেন, `এটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে কাজ করছি, যাতে ওই জায়গাটায় আমরা উন্নতি করতে পারি।`
তবে মুশফিকের মতে খেলার মাঠে গেলে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তখন খেলোয়াড়রা ভুল করে ফেলেন বলে জানিয়ে বলেন `অনেক সময় অনেকে ভেবে থাকে যে, এই সময়টায় আমাকে টিকে থাকতে হবে। এভাবে চিন্তা করলে শট খেলা বন্ধ হয়ে যায়, চাপ তৈরি হয় এবং ভুল বেশি হয়। আমার মনে হয়, শুধুমাত্র পরিস্থিতি চিন্তা করে খেলতে হবে। বড় একটা জুটি গড়ার কথা চিন্তা করতে হবে। কিছু কিছু জিনিস আছে, যা আমরা উন্নতি করার চেষ্টা করছি। কিন্তু অনেক সময় খেলার সময় মনে থাকে না।`
আগামী অস্ট্রেলিয়া সিরিজকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন টাইগাররা। গত ম্যাচগুলির ভুলত্রুটি শুধরে নিজেদের সেরাটা খেলার প্রত্যয় জানিয়ে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আমরা চেষ্টা করবো যাতে বড় ইনিংস খেলতে পারি, অন্তত যাতে ১০০-এর উপরে ইনিংস খেলতে পারি। সেটা দলের প্রতি বড় অবদান রাখা হবে। এটাই আমাদের ব্যাটসম্যানদের পরবর্তী চ্যালেঞ্জ। এ বছর আমাদের আরো দুটি টেস্ট আছে। চেষ্টা করবো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে।
আরটি/এমআর