‘রোনালদোকে আটকাতে পেরেছি, মেসিকে কেন নয়?’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৫ জুন ২০১৮

দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে ইউরোপের দেশ আইসল্যান্ডের। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই মৃত্যুকূপে পড়েছে তারা। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে এক গ্রুপে পড়ায় অনেকেই তাদের বিশ্বকাপ যাত্রার ইতি দেখছেন প্রথম রাউন্ডেই। প্রথম ম্যাচেই শক্তিশালী আর্জেন্টিনার মুখোমখি হবে আইসরা। আইসল্যান্ডের অধিনায়কের মতে মেসিকে আটকানোর দৃঢ় মনোবল ফুটে উঠেছে।

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে মেসিদের বিপক্ষে নামার আগে সেন্ট্রালকে দেওয়া এক সাক্ষাৎকারে গুনারসন বলেন, ‘ফুটবলের কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে মেসিকে আটকানো। কারণ, সম্ভবত সেই বিশ্ব ফুটবলে বর্তমান সময়ের সেরা আক্রমণভাগের ফুটবলার। আমরা ইউরো চ্যাম্পিয়নশীপে রোনালদোকে আটকাতে পেরেছিলাম, তাহলে কেন মেসি আমাদের জন্য বিশ্বকাপে সমস্যার কারণ হবে?’

ইউরো চ্যাম্পিয়নশীপে আইসল্যান্ডের সঙ্গেই এক গ্রুপে পড়েছিল পর্তুগাল। যেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। রোনালদো তেমন আশানরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি সেই ম্যাচে।

তবে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচেই অঘটনের ব্যাপারে বেশ আশাবাদী গুনারসন। ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলটির বিপক্ষে খেলবো এবং তাদেরকে আমরা সম্মান করি। এখন কথা হচ্ছে, তারা কী আমাদের সম্মান করে? যদি না করে, তাহলে ইংল্যান্ডের দিকে তাকান। তাদেরকে ইউরো চ্যাম্পিয়নশীপে শেষ ষোলো থেকে বিদায় করে দিয়েছি। তারা তাদের সেরাটা দিয়েই খেলবে। আমরা ছোট দেশ এবং একত্রে আমরা মন থেকে কিছু অর্জনে বিশ্বাস করি। আমাদের দেশের মানুষকে আমরা হতাশ করতে চাই না।’

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।