বিস্মিত টাইগার শিবির


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৩ আগস্ট ২০১৫
ফাইল ছবি

রোববার দুপুরে এক পলশা বৃষ্টির পর সোমবার সকাল পর্যন্ত আর বৃষ্টি হয়নি। ঝকঝকে রোদে হাসছে ঢাকার আকাশ। তাই স্বভাবতই ধরে নিয়েছেন আজ খেলা হচ্ছে। এমনটাই ভেবে হোটেল থেকে বের হয়েছিলেন টাইগাররা। শুধু তারাই নন অতি উৎসাহী গুটিকয়েক দর্শকও এসেছিলেন শেষদিনের খেলা দেখার আশায়। কিন্তু তা আর হলো কই। মাঠে এসে ওয়ার্মআপের আগে জানতে পারলেন পরিত্যক্ত করা হয়েছে মিরপুর টেস্ট। আর স্বভাবতই এটা নিয়ে বিস্মিত টাইগার শিবির।

ক্রিকেট ইতিহাসে এর আগে কবে কখন এমন হয়েছে কেও বলতে পারবেনা। ঝকঝকে রোদ মাঠ খেলার উপযোগী থাকার পরও মাঠে গড়ালনা কোন বল। পঞ্চমদিনে অনেক নাটকীয় কিছু না হলে ফলাফল একই থাকতো। কিন্তু তারপরেও কিছুটা অর্জন থাকতো টাইগারদের। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে মাঠে নামলে অনেক কিছুই শিখতে পারতেন তারা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মত পেশাদার দল যারা হারার আগে হারেনা। ব্যাটে বলে সবসময় প্রতিপক্ষকে চাপে রাখে। তাই তাদের বিপক্ষে খেলার সুযোগ হারানোয় হতাশ পুরো দল।

হতাশ বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বলেন, `অবশ্যই বিস্মিত, এর আগে কখনও এমন পরিস্থিতিতে পড়িনি। আমরা খেলার জন্য উন্মুখ ছিলাম। আমরা এখন যদি ইনিংস ঘোষণাও করতাম ওদের কিন্তু পুরো দিন খেলতে হত। হয়তো ফল হতো না কিন্তু আমরা কিছু অর্জন করতে পারতাম।`

স্বভাবতই বেশকিছু অর্জন থেকে বঞ্চিত হলো টাইগাররা। তবে তারা এখন মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের দিকে। অক্টোবরে আসছে অস্ট্রেলিয়া দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চান টাইগাররা।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।