যেসব চ্যানেলে দেখবেন রাশিয়া বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৪ জুন ২০১৮

বিকেল গড়িয়ে সন্ধ্যা আসতেই মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। বিশ্বকাপ শুরুর আগে ভক্ত-সমর্থকদের মনে সাধারণ একটি প্রশ্ন কোন চ্যানেলে বা কিভাবে সরাসরি দেখা যাবে প্রিয় দলের খেলা।

বাংলাদেশি দর্শকদের জন্য এবারের বিশ্বকাপের খেলা দেখা কঠিন কিছু হবে না। কেননা বেসরকারি দুই জনপ্রিয় টিভি চ্যানেল ‘মাছরাঙা টিভি’ ও ‘নাগরিক টিভি’তে দেখা যাবে রাশিয়া বিশ্বকাপের সবক’টি ম্যাচ। এছাড়া বাংলাদেশে বসে ভারতীয় টিভি চ্যানেল ‘সনি সিক্স’ এর পর্দায়ও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

অনলাইনেও বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করছে ফিফা। তাদের অফিশিয়াল ওয়েবসাইট WWW.FIFA.COM এবং ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের অনলাইন সম্প্রচার।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।