উদ্বোধনী ম্যাচের দায়িত্বে আর্জেন্টাইন রেফারি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৩ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপের উদ্বোধনী এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা।

ম্যাচে পিতানার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি এবং হার্নান মাইদানা। এছাড়া চতুর্থ রেফারী হিসেবে থাকবেন ব্রাজিলের সান্দ্রো রিচ্চি। প্রথমবারের মতো পরিচালিত হতে যাওয়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পরিচালনা করবেন ইতালির মাসিমিলানো ইরাতি। তার সাথে সহকারী হিসেবে থাকবেন আর্জেন্টিনার মাউরো ভিলিয়ানো, চিলির কার্লোস আস্ট্রোজা এবং ইয়াতলির ড্যানিয়েল অর্সাতো।

দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে দুইটি বিশ্বকাপে রেফারিং করার কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন উদ্বোধনী ম্যাচের রেফারি পিতানা। এর আগে আরেক আর্জেন্টাইন নরবার্তো কোরেজ্জা ১৯৭০ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

বর্তমানে দক্ষিণ আমেরিকার সবচেয়ে অভিজ্ঞ রেফারিই হলেন পিতানা। ২০০৭ সালে আর্জেন্টাইন লিগে রেফারি হিসেবে অভিষেক ঘটে তার। পরে ২০১০ সালে আন্তর্জাতিক ঘরানায় আসেন তিনি। ২০১৪ সালের বিশ্বকাপে ফ্রান্স বনাম জার্মানির কোয়ার্টার ফাইনালসহ মোট ৪টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

পরে ২০১৬ সালে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন পিতানা। যেখানে লড়েছিল জার্মানি এবং নাইজেরিয়া। সবশেষ ২০১৭ সালের কনফেডারেশনস কাপেও জার্মানি বনাম মেক্সিকোর সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করেছেন পিতানা।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।