রাশিয়ায় পা রাখলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১২ জুন ২০১৮

বিশ্বকাপ টানা দুবার জয়ের রেকর্ড রয়েছে ইতালি ও ব্রাজিলের। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে আর কোন দলই টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি। তবে এবারই সেই রেকর্ডে ভাগ বসাতে পারে জার্মানি। কেননা তাদের রয়েছে একটা শক্তিশালী দল। টানা দু’বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে রাশিয়ায় পা রাখলো জার্মান দল।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমান মস্কোর স্থানীয় সময় বিকেলের দিকে এয়ারপোর্টে অবতরণ করে। তারপর একে একে খেলোয়াড়রা নেমে আসেন। জার্মানির গ্রুপটা অন্য গ্রুপগুলোর থেকে কিছুটা সহজ। গ্রুপে সুইডেন, মেক্সিকো ও এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেও কোচের প্রত্যাশা পূরণ করতে পারেনি জার্মান দল। অস্ট্রিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে যায়। আরেক প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে কিছুটা স্বস্তি আনলেও মন ভরেনি কোচ ইয়োকিম লোর। কেননা এই সৌদি আরবকেই তারা ২০০২ বিশ্বকাপে ৮-০ গোলে হারিয়েছিল।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।