বিশ্বকাপে না থেকেও সবচেয়ে বেশি টিকিট কিনেছে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১২ জুন ২০১৮

ফুটবল উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। দিন দুয়েক বাদেই রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের। ফুটবলের এই মহাযজ্ঞে অংশীদার হতে সারা বিশ্বের ফুটবল সমর্থকেরা ছুঁটে যাচ্ছে রাশিয়ায়।

সবাইকে অবাক করে দিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটা দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। স্বাগতিক দেশ হিসেবে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ টিকিট কিনেছে রাশিয়ার মানুষরাই। তবে রাশিয়াকে বাইরে রেখে এই তালিকা দেখলে সবার উপরে রয়েছে এবারের বিশ্বকাপে খেলার টিকিট না পাওয়া যুক্তরাষ্ট্র।

গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপের টিকিট বিক্রি। চলতি সপ্তাহের শুরু পর্যন্ত সবচেয়ে বেশি ৮,৭১,৭৯৭টি টিকিট কিনেছে রাশিয়ানরা। তবে স্বাগতিক দেশকে বাদ দিলে টিকিট কেনার তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এখনো পর্যন্ত তারা কিনেছে ৮৮,৮২৫টি টিকিট।

ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিলিয়ান নাগরিকেরা কিনেছে সর্বমোট ৭২,৫১২ টি টিকিট। নিজ দেশের হেক্সা জয় সরাসরি দেখতে তাদের এতো আগ্রহ। তালিকায় এর পরের দুটি নাম কলম্বিয়া এবং জার্মানি। তারা টিকিট কিনেছে যথাক্রমে ৬৫,২৩৪ এবং ৬২,৫৪১টি।

এছাড়া সর্বোচ্চ টিকিট কেনা তালিকায় শীর্ষ দশে থাকা পরের নামগুলো হল মেক্সিকো (৬০,৩০২), আর্জেন্টিনা (৫৪,০৩১), পেরু ৪৩,৫৮৩), চায়না (৪০,২৫১) এবং অস্ট্রেলিয়া (৩৬,৩৫৯)।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।