মেসিকে কটাক্ষ করলেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া ভিদাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১২ জুন ২০১৮

টানা তিন ফাইনালের হারের ক্ষত এখনো ভুলতে পারেননি লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫, ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। কোপা আমেরিকাতে দুবারই চিলির মুখোমুখি হয়ে পেনাল্টিতে পরাজয় বরণ করে নিতে হয় কোপার সবথেকে সফল দলটিকে। চিলিয়ানদের হয়ে দুবারই মেসিদের কান্নার সামনে ট্রফি উল্লাস করেন আর্তুরু ভিদাল। সেই ট্রফি জয় নিয়েই মেসিকে কটাক্ষ করলেন বায়ার্ন মিউনিখের ফুটবলার।

টানা দুই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলেও ২০১৮ বিশ্বকাপে সুযোগ পায়নি চিলি। কিন্তু বসে নেই চিলির মিডফিল্ডার ভিদাল। ব্রাজিলিয়ান ইউটিউব চ্যানেল পিহাদোকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিদাল আর্জেন্টিনাকে নিয়ে বলেন, ‘আর্জেন্টাইনরা চাইলে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে।’

এটুকু বলেই ক্ষান্ত হননি ভিদাল, সঙ্গে সঙ্গে মেসিকে কটাক্ষ করে হেসে হেসে বলেন, ‘আমি মেসিকে ভয় পাই না। কিন্তু আপনি চাইলে মেসিকে আমার কথা জিজ্ঞেস করতে পারেন সে আমাকে ভয় পায় কি না। আমি সব ফাইনালই জিতেছি এবং আবারো যদি আমরা ফাইনালে মুখোমুখি হই তখনও আমরা জিতবো।’

টানা দুই কোপা আমেরিকা জয় প্রসঙ্গে ভিদাল বলেন, ‘কোপা আমেরিকা দুবার জেতা বিশেষ কিছু। চিলিয়ানদের কাছে ফাইনালে উঠে জয়লাভ করাটা চাট্টিখানি কথা নয় যেমনটা আর্জেন্টাইনদের কাছে সহজ।’

তবে ফক্স স্পোর্টসে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে মেসির হাতেই বিশ্বকাপে ট্রফি দেখতে চান বলেন মতামত ব্যক্ত করেন ভিদাল। ‘আমি চাই মেসির হাত ধরেই আর্জেন্টিনা ট্রফি জিতুক। তার প্রাপ্য এটা। সাম্পাওলির জন্যেও তাই।’

আরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।