মস্কোতে বাড়ছে মানুষ, বাড়ছে নিরাপত্তা

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা রাশিয়া থেকে
প্রকাশিত: ০২:১০ পিএম, ১২ জুন ২০১৮

মস্কোর সোকল এলাকাটা বেশ ছিমছাপ। রাশিয়ার রাজধানী শহরের অন্যতম বিলাসবহুল এলাকা। প্রধান সড়ক ও মেট্রো স্টেশনে দাঁড়ালে চোখে পড়ে লাগেজ হাতে মানুষের খণ্ড খণ্ড দল। তাদের বেশিরভাগই বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে এসেছেন। গলায় ঝুলানো ফ্যান আইডি কার্ড।

rafikমস্কোতে এখন বড় সমস্যা হোটেল। বিশ্বকাপ উপলক্ষে হোটেল মালিকগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ১৩ জুনের পর ভাড়া বাড়িয়ে করা হয়েছে চার থেকে পাঁচগুণ। হোটেল না পাওয়া অনেক দর্শককে দেখা গেছে মেট্রো স্টেশনে লাগেজে হেলান দিয়ে ঘুমিয়ে নিতে।

মস্কোর রাস্তায় বের হলেই চোখে পড়ে বিভিন্ন দেশের জার্সি গায়ের দর্শক। বিশ্বের বৃহত্তর দেশের রাজধানীতে দিন দিন যেমন মানুষ বাড়ছে, তেমন ব্যস্ততা বাড়ছে মস্কো পুলিশের। হোটেলগুলোয় প্রায় নিয়মিত পুলিশ আসছে এবং অতিথিদের খোঁজখবর নিচ্ছে।

কখনো কখনো হোটেল বর্ডারদের পাসপোর্টও পরখ করছেন পুলিশের লোকজন। তারা অতিথিদের একটি স্লিপ ধরিয়ে দিচ্ছেন এবং সেটা সার্বক্ষণিক সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। মস্কো আসা বিভিন্ন দেশের মানুষদের মধ্যে কেউ জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।