মাতৃগর্ভস্থ শিশু গুলিবিদ্ধের আসামি নজরুল গ্রেফতার
মাগুরায় দুই গ্রুপের সহিংসতায় মাতৃগর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলার ১৩ নম্বর আসামি নজরুল ইসলামকে গ্রেফতারে করেছে পুলিশ।
রোবাবার রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাঊল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার ওয়াপদা এলাকায় ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ নজরুলকে গ্রেফতার করে। নজরুল ঢাকা থেকে পালিয়ে খুলনা যাচ্ছিল। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নজরুল শহরের দোয়াপাড় এলাকার হোসেন কারিকর-এর ছেলে। সে পেশায় মাইক্রোবাসের ড্রাইভার। এর আগে পুলিশ ২৬ জুলাই রাতে মামলার ৫ নম্বর আসামি চা দোকানি সুমন ও ১৪ নম্বর আসামি মুদি দোকানি সোবহাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ।
উল্লেখ্য,২৩ জুলাই শহরের দোয়ার পাড় এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূইয়ার সঙ্গে শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পিওন মোহম্মদ আলী নামে অপর এক যুবকের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন কামরুলের চাচা মমিন ভূইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন ভাবি নাজমা বেগম। নিহত মমিনের ছেলে রুবেল ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
এমএএস/এমআরআই