ইতিহাস গড়া ফাইনালে ম্যাচ সেরা রোমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১০ জুন ২০১৮

ভারতীয় নারী ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম ভারত ব্যতীত অন্য কোনো দল শিরোপার মুখ দেখল। শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের নায়ক অলরাউন্ডার রোমানা আহমেদ।

ম্যাচে বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ২৩ রানের ইনিংস খেলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক রোমানা। তার এই অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদেই অবিস্মরণীয় জয়ে এশিয়া কাপ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল।

টসে হেরে ব্যাট করতে নামা ভারতীয়দের ইনিংসে রাশ টেনে ধরার কাজটি করেন রোমানা। ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান খরচায় সাজঘরে পাঠান উইকেটরক্ষক তানিয়া ভাটিয়া এবং শিখা পান্ডেকে। রোমানার সঙ্গে অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১২ রানে থামে ভারতীয়দের ইনিংস।

পরে রান তাড়া করতে নেমে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান ডানহাতি স্পিনিং অলরাউন্ডার রোমানা। ইনিংসের দ্বাদশ ওভারে ৩য় উইকেটের পতনে ব্যাটিংয়ে নামেন তিনি। তখন অপরপ্রান্তে স্ট্রোকের ফুলঝুড়ি ছোটাচ্ছিলেন নিগার সুলতানা জোত্যি। তাই শুরুতে রয়ে সয়ে জোত্যিকে সঙ্গ দিয়ে যান রোমানা।

দলীয় ৮৫ রানের মাথায় জোত্যি সাজঘরে ফিরে গেলে বাংলাদেশ ইনিংসের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেন রোমানা। দায়িত্বশীল ব্যাটিং এক রান,দুই রান করে নিয়ে ধীরে ধীরে এগুতে থাকের জয়ের পথে। শেষ ওভারে প্রয়োজনীয় ৯ রানের মধ্যে ৬ রানই করেন রোমানা।

ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে এক্সট্রা কভার দিয়ে দারুণ এক ৪ মেরে সমীকরণ সহজ করেন তিনি। পরে পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রানআউটে কাঁটা পড়েন তিনি। তবে আউট হওয়ার আগে ২২ বলে ২৩ রান করে কাজের কাজটি করে আসেন রোমানা। যেই ধারা বজায় রেখে শেষ বলে ২ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন জাহানারা আলম।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছিলেন রোমানা আহমেদ। সেদিন বল হাতে ২১ রান খরচায় ৩ উইকেট নেয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৪২ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই অলরাউন্ডার।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।