প্রস্তুত হচ্ছে লুঝনিকি

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা রাশিয়া থেকে
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৮ জুন ২০১৮

মস্কোর যে ভেন্যুতে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে সেই লুঝনিকি স্টেডিয়াম ঘিরে বাড়ছে মানুষের ব্যস্ততা। দারুণভাবে সাজানো স্টেডিয়ামটির চারপাশে যেমন ভীড় বাড়ছে দর্শনার্থীর, তেমন কমর্ব্যস্ত মানুষের। বিশেষ করে স্টেডিয়ামের সামনে অ্যাক্রেডিটেশন সেন্টারেই ভীড়টা বেশি। সাংবাদিকরা তাদের অ্যাক্রেডিটেশন কার্ড তুলতে শুরু করেছেন।

rafikস্টেডিয়ামের প্রধান ফটকের দুই পাশে দুটি ফ্যান আইডি সেন্টার। দশর্করা এখান থেকে তাদের ফ্যান আইডি সংগ্রহ করবেন। যদিও সেন্টারে দায়িত্বরতদের ব্যস্ততা তেমন শুরু হয়নি। মেদালি জেকালভ নামের এক কর্মী জানালেন, এখানে দুইদিন পর থেকে ভীড় জমবে।

RUSSIA2

তবে মস্কোতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় এখানকার উৎসবমুখর পরিবেশে নেমে এমেছে ছন্দপতন। পুরো দেড়মাসের অধিক সময় যারা এখানে বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা শেষ প্রস্তুতি নিচ্ছেন। দেখা গেলো, বৃষ্টিতে ভিজে কয়েকশত স্বেচ্ছাসেবক তাদের প্রধানের কাছ থেকে নির্দেশনা নিচ্ছেন।

তবে স্টেডিয়ামের প্রধান প্রেস সেন্টার এখনো উম্মুক্ত করা হয়নি। যে কারণে স্টেডিয়ামে শনিবার থেকে সাংবাদিকরা কাজ শুরু করতে পারবেন।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।