ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু, ট্রাকে আগুন


প্রকাশিত: ১০:৫৭ এএম, ০২ আগস্ট ২০১৫

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) সামনে দিয়ে মহাসড়ক পারাপারকালে মালবাহী ট্রাকচাপায় অজ্ঞাত (৬০) পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন লাগিয়ে দেয় এবং ঘণ্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক ও চালক আব্দুল হান্নান (৩০) কে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। ট্রাক চালক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ী গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এছাড়া মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধ মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে অবস্থিত মেডিকেল কলেজের দিকে যেতে রাস্তা পার হচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মালবাহী একটি বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯১৮৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি ধরতে ধাওয়া করে। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এরপর তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা সেই ট্রাকের আগুন নেভায়।

লিমন বাসার/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।