খুলনায় পেঁয়াজের দাম বেড়েছে


প্রকাশিত: ১০:১২ এএম, ০২ আগস্ট ২০১৫

টানা বৃষ্টি এবং ভারতে মূল্য বাড়ার কারণে দক্ষিণাঞ্চলের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে রোজার পর ১৩ দিনের ব্যবধানে রোববার খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ ৫০-৫৫ টাকায় বিক্রি হয়েছে।

বিভিন্ন বাজার ঘু্রে দেখা গেছে, অতি বৃষ্টির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। উত্তরাঞ্চল থেকে এ পণ্য আসতে না পারা এবং ভারতে মূল্য বাড়ায় স্থানীয় বাজারগুলোতে সংকট দেখা দিয়েছে। চলতি বছরে সর্বোচ্চ চড়া দামে রোববার পেঁয়াজ বিক্রি হয়েছে। ১৩ দিনের ব্যবধানে দেশি ও আমদানিকৃত পেঁয়াজের মূল্য কেজি প্রতি গড়ে ১২ টাকা বেড়েছে।
গত বছরের ঈদ-উল-আযহার আগে স্থানীয় বাজারে কেজি প্রতি পেঁয়াজ ৮০-৯০ টাকা দরে বিক্রি হয়।

ব্যবসায়ী সূত্রে জানা যায়, পেঁয়াজের বাজার ভারতের ওপর নির্ভরশীল। পাশাপাশি ২০ জুলাই থেকে গতকাল পর্যন্ত ধারাবাহিক বৃষ্টির কারণে উত্তরাঞ্চল থেকে পণ্যবাহী পরিবহন আসছে না। পাশাপাশি ভারতের বাজারে কেজি প্রতি ১০ রূপি করে মূল্য বেড়েছে।

নগরীর কদমতলা এলাকার সোহেল ট্রেডার্সের ব্যবস্থাপক কনক রায় জানান, দেশি পেঁয়াজের মজুদ না থাকা এবং চাহিদার তুলনায় আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

আরমান ট্রেডার্সের মালিক মো. ওবায়দুর রহমান জানান, মূল্য বাড়ার কারণে উপজেলা পর্যায়ের বাজার থেকে ক্রেতা আসছে না। পাশাপাশি অতি বৃষ্টির কারণে পরিবহনের ভাড়া বাড়ার কারণেও পেঁয়াজের মূল্য বেড়েছে।

 মল্লিক ট্রেডিং এর ম্যানেজার বাপ্পি বণিক জানিয়েছেন, ২০ জুলাই দেশি পেঁয়াজ ৪০-৪২ টাকা বিক্রি হলেও গতকাল শনিবার ৫০-৫৫ টাকা দরে বিক্রি হয়। আর আমদানিকৃত পেঁয়াজ ৩০-৩২ টাকার পরিবর্তে ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সুরেন্দ্র বুদ্ধি রাজা জানিয়েছেন, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ রূপি করে পেঁয়াজের মূল্য বেড়েছে। সেখানকার বাজারে চলতি মাসে এ পণ্যের মূল্য ৭০ শতাংশ বাড়ে। স্থানীয় বাজারের সংকট মেটাতে সেখানকার সরকার ১০ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য দরপত্র আহ্বান করেছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার কর্মকর্তার রেকর্ড অনুয়ায়ী, ২০০৯ সালের ৪ জানুয়ারি দেশি পেঁয়াজ ৩০-৩২, আমদানিকৃত ২৮-৩০ টাকা, ২০১০ সালের ৩ জানুয়ারি দেশি ৩২-৩৪ টাকা, আমদানিকৃত ৩০-৩২ টাকা, ২০১১ সালের ২ জানুয়ারি দেশি ৪০-৪৮ টাকা, আমদানিকৃত ৩৬-৩৮ টাকা, ২০১২ সালের ৮ জানুয়ারি দেশি ১৪-১৬ টাকা, আমদানিকৃত ১২-১৪ টাকা, ২০১৩ সালের আগস্টে দেশি ৪৬-৪৮ টাকা, আমদানিকৃত ৪৪-৪৬ টাকা এবং ২০১৪ সালের অক্টোবরে দেশি ৯০-১০০ টাকা, আমদানিকৃত ৭৫-৮০ টাকা দরে বিক্রি হয়।

আলমগীর হান্নান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।