‘বাইসাইকেল’ কিকে শেষ হবার পথে পোলিশ ডিফেন্ডারের বিশ্বকাপ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৭ জুন ২০১৮

আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের দলে অবধারিত সদস্য ছিলেন মোনাকো ডিফেন্ডার কামিল গ্লিক। গত ইউরোতেও পোল্যান্ড দলে ছিলেন ৩০ বছর বয়সী এ মোনাকো ডিফেন্ডার। কিন্তু এক ইঞ্জুরিতে তার বিশ্বকাপ খেলা এখন প্রশ্নের সম্মুখীন।

সোমবার জাতীয় দলের অনুশীলনে বাইসাইকেল কিক নিতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন এ মোনাকো ডিফেন্ডার। যার ফলে শঙ্কার মুখে পড়ে গিয়েছে তার বিশ্বকাপে অংশগ্রহণ। দল থেকে ছিটকে গেলে গ্লিকের জায়গায় দলে অন্তর্ভুক্ত হবেন স্টুটগার্ড ডিফেন্ডার মার্সিন কামিনস্কি।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের পর এটিই পোল্যান্ডের প্রথম বিশ্বকাপ। গ্রুপ এইচে তাদের প্রতিপক্ষ সেনেগাল, কলম্বিয়া ও জাপান। ১৯ শে জুন সেনেগালের সাথে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা।

ডিকেটি/এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।