সালাহকে নিয়েই মিশরের চূড়ান্ত দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৪ জুন ২০১৮

মিশরের বিশ্বকাপে মূল পর্বে খেলার স্বপ্নদ্রষ্টা তিনি। তাকে ছাড়া দল মিশরে যাবে এটা বোধহয় কোন মিশরিয়ান মানুষও কল্পনা করতে পারে না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরিতে পড়লে শঙ্কায় পড়ে যায় সালাহর বিশ্বকাপ যাত্রা। কিন্তু সকল আশঙ্কাকে পেছনে ফেলে মিশরের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিলেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ।

২৫ বছর বয়সী সালাহ ২৬ তারিখে কাঁধের ইনজুরিতে পড়েন। তারপর থেকে সেবা শুশ্রূষা চলছিল তার। মিশরের ফিজিওর মতে তিন সপ্তাহের ভেতরেই মাঠে ফেরার কথা রয়েছে সালাহর। বর্তমানে স্পেনের ভ্যালেন্সিয়াতে মিশর দল ক্যাম্প গড়লেও মূলত দলের সঙ্গে যোগ দিবেন ৯ জুন।

উরুগুয়ের বিপক্ষে ১৫ই জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে মিশরের। ১৯ জুন স্বাগতিক রাশিয়া এবং ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে লড়াই করবে আফ্রিকান দেশটি।

মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক : এসাম এল হাদারি, মোহামেদ এল শেনাউই, শেরিফ একরামি।

ডিফেন্ডার : আহমেদ ফাতহি, সা’দ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহামেদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, আহমেদ এল মোহাম্মদি, ওমর গাবের।

মিডফিল্ডার : তারেক হামেদ, শিকাবালা, আব্দাল্লাহ সাঈদ, সাম মুরসি, মোহামেদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সোবহি, মাহমুদ হাসান, আমর ওয়ারাদা।

ফরোয়ার্ড : মারওয়ান মোহসেন, মোহামেদ সালাহ। 

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।