শারাপোভার মুখোমুখি হওয়ার আগেই বিদায় সেরেনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৪ জুন ২০১৮

বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন। সন্তানের মা হওয়ার পর প্রথম টুর্নামেন্টে এসেই উঠেছিলেন চতুর্থ রাউন্ডে। কিন্তু সেই রাউন্ডে মাঠে নামা আর হলো না যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের। শারাপোভার বিপক্ষে নামার আগেই হাতের ইনজুরিতে নিজের নাম প্রত্যাহার করে নেন সেরেনা। ফলে সমাপ্তি ঘটলো তার আরো একটি স্বপ্নের।

মা হওয়ার পর ফ্রেঞ্চ ওপেনই ছিল তার প্রথম কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। এখানে এসে শুরুটাও করেছিলেন দারুণ। প্রথম রাউন্ডে ক্রিস্টায়না প্লিসকোভা, দ্বিতীয় রাউন্ডে ১৭তম বাছাই অ্যাশলেই বার্তে এবং তৃতীয় রাউন্ডে ১১তম বাছাই জুলিয়া জর্জকে এক সপ্তাহের ভেতর হারান সেরেনা। নিজের শ্রেষ্ঠত্ব বেশ ভালোভাবেই জানান দিচ্ছেন সাবেক শীর্ষ বাছাই এবং তিনবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী এই টেনিস তারকা। কিন্তু ইনজুরি কেড়ে নিল তার স্বপ্ন।

শারাপোভার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে হাতে ব্যথা অনুভব করেন সেরেনা। তারপরই তিনি ওয়াকওভার দিয়ে দেন রুশ সুন্দরীকে। নিজের বড় বোন ভেনাসকে নিয়ে ফ্রেঞ্চ ওপেনের ডাবলসেও নেমেছিলেন সেরেনা। কিন্তু সেখান থেকেও তারা দ্রুত বিদায় নেয়। ২০১২ ও ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন শারাপোভা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গারবিনে মুগুরুযা এবং লেসিয়া সুরেঙ্কোর মধ্যে জয়ী টেনিস তারকার সঙ্গে।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।