চার মাস পর মাঠে ফিরেই নেইমারের গোল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৩ জুন ২০১৮

ফিরলেন, নামলেন আর গোল করলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় ৪ মাস পর মাঠে ফেরেন পিএসজির তারকা নেইমার। মাঠে ফিরেই গোল করে বিশ্বকাপপূর্ব প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে জেতান এই ফুটবলার। ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই হল তিতেবাহিনীর।

গত ফেব্রুয়ারিতে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার। পরে পরীক্ষা করে জানা যায় পায়ের অবস্থা খুবই গুরুতর, যেতে হয় শল্যবিদের ছুরি-কাঁচির নিচেও। নামতে পারেননি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে বাকি মৌসুমের বিশ্বকাপের পূর্বে শতভাগ সুস্থ নেইমারকে পাওয়া যাবে কি-না তা নিয়েও ছিল অনেক শঙ্কা। তবে সব শঙ্কাকে তুড়ি মেরে বিশ্বকাপের পূর্বেই ফিরলেন মাঠে আর ফিরে যেন গোল করতেও ভুললেন না।

যদিও শুরুতে একদশে তাকে নামানোর কোন ঝুঁকি নেননি দলের কোচ তিতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফার্নান্দিনহোর পরিবর্তে মাঠে নামেন পিএসজির এই ফরোয়ার্ড। ০-০ সমতায় আগাচ্ছিল ম্যাচটি, তবে ৬৮ মিনিটে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লভ্রেনকে পায়ের জাদুতে বোকা বানিয়ে বুলেট গতির শটে গোল করে বসেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলের জার্সি গায়ে এটি তার ৫৪তম গোল।

এসএস/আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।