বুলফাইটারকে বডিগার্ড নিয়োগ দিলেন রোনালদো

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৩ জুন ২০১৮

দুই সপ্তাহের কম ব্যবধানেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। রাশিয়ায় বসবে ফুটবলের ২১ তম মহাযজ্ঞের আসর। কিন্তু আন্তর্জাতিক জঙ্গী সংস্থা আইএস এ বিশ্বকাপকে সামনে রেখে নানা ধরণের হুমকি দিয়েছে। হুমকি দেয়ার জন্য তারা ব্যবহার করেছে মেসি-রোনালদোদের মতো তারকা ফুটবলারদের ছবি।

সবাই এ বিষয়টিকে শুধু ভয় দেখানোর প্রচেষ্টা হিসেবে দেখলেও ব্যাপারটি আমলে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। নিরাপত্তাজনিত কারণে এক বুলফাইটারকে বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছেন এ ৩৩ বছর বয়সী পর্তুগীজ তারকা। রোনালদোর বডিগার্ড ন্যুনো মারেকোসের দৈনন্দিন কাজ হচ্ছে ইউরোপের হেভিওয়েট ষাঁড়দের খালি হাতে সামলানো।

রোনালদোর বডিগার্ড নিয়োগ দেয়া নিয়ে মিরোর এবং সান জানিয়েছে, ‘সে (রোনালদো) জানে কেউ তাঁর সঙ্গে ঝামেলা করার সাহস করবে না যদি তাঁর পাশে ন্যুনোর মতো কেউ থাকে। কিয়েভে ন্যুনো প্রায় প্রতিটি মূহুর্তেই তার (রোনালদোর) সঙ্গে ছিলো এবং বিশ্বকাপেও সে তার সাথে থাকবে।’

ডিকেটি/আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।